সংক্ষিপ্ত ইতিহাস
কুশিয়ারা নদীর সীমানা ঘেঁষে প্রায় ২০ একর এলাকা জুড়ে কুশিয়ারা ডিগ্রি কলেজ -এর অবস্থান। নদী পরিবেষ্টিত শান্ত, শ্যামল, সুশোভিত পরিবেশের মাঝে এ প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামো, শিক্ষার আধুনিক ও অনুকূল বৈশিষ্ট্য মন্ডিত পরিবেশ সকলকে চমৎকৃত করে। প্রতিষ্ঠালগ্ন হতে কুশিয়ারা ডিগ্রি কলেজ দেশে শিক্ষা বিস্তারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এক গৌরবময় ভূমিকা পালন করে আসছে। একটি সুশৃঙ্খল ও সুখ্যাত প্রতিষ্ঠান হিসেবে আজ যে অবস্থানে কুশিয়ারা ডিগ্রি কলেজ এসে পৌছেছে তা একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। এর পেছনে ছিল অনেকের ত্যাগ ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা।